মসজিদ নির্মাণ

মেহরাব’র রাজনীতিতে নতুন সমীকরণ

মসজিদ নির্মাণ নিঃসন্দেহে ভালো কাজ,ইবাদাত।বর্তমান সরকার ২০১৪ ’র নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ১৭০ টি মসজিদের কাজ প্রায় শেষ,উদ্বোধন হবে মুজিব বর্ষেই!

মডেল মসজিদ


বাহ কি চমৎকার❗যেমন কথা তেমন কাজ।

কিন্তু কেন জানি দেখতে পারছি- স্রোতের পানি বিপরীতে প্রবাহিত হচ্ছে।ভবিষ্যতের স্বপ্ন-আশা না করে অতীত ইতিহাস মনে পড়ছে।অনেকে এটাকে আমার ফোবিয়া বললেও,আমি ঠিক মানতে পারছি না।মানতে পারছি না এত মহৎ কাজের আড়ালে লুকিয়ে থাকা ঘৃণ্য ষড়যন্ত্রটাকেও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
আমাদের কওমি জননী, মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা,সর্বশেষ মাদার অব মাফিয়া❗

এরপরও আমার ভাবনা,আমাকে অন্যদিকে ধাবিত করছে।অামি ভাবতে বাধ্য হচ্ছি বৃটিশ রাণী ভিক্টোরিয়ার কথা।দেখতে পারছি- রাজনীতির পুরাতন সমীকরণ নতুন মোড়কে উপস্থাপনের ঘৃণ্য চক্রান্ত।
ভারতবর্ষে বৃটিশ শাসন স্থায়ী করার উদ্দেশ্য রাণী ভিক্টোরিয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।তার মধ্যে উল্লেখ যোগ্য( যা অদ্যবধী বিদ্যমান) হচ্ছে – মুসলমানদের নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু অনুগত শ্রেণির মোল্লা তৈরি।
এই কাজে গায়রে মুকাল্লিদ সম্প্রদায় দাড়িয়ে যায় বৃটিশ সরকারের পিছনে।প্রতিনিধিত্ব করেন-

মুহাম্মাদ হুসাইন বাটালবী
মওলভী আব্দুল হক বেনারসী
আবু সাইদ মুহাম্মাদ লাহোরি।
সরকারী ভাবে নাম করন করে নেয় “আহলে হাদিস”।

“আল ইকতিসাদ ফি মাসায়িলিল জিহাদ”- নামে একটা বই রচনা করেন মুহাম্মাদ হুসাইন বাটালবী। সেখানে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম বলে উল্লেখ করেন তিনি।ইংরেজ শাসনে থাকা মানে ইসলামের পতাকা তলে থাকা,এরকম ফতোয়াও দরবারি মোল্লারা দিয়েছেন। এখনও পর্যন্ত এই সম্প্রদায় কি ধরনের কথা বলে,কার পক্ষে কি কাজ করে – আশা করি সচেতন পাঠকের অজানা নয়।

এই ফরমুলা দারুন ভাবে কাজে লাগে।একটা জীবন্ত গাছ কেটে দুইটা ভাগ হয়ে যায় – ফলাফল “মৃত”।বৃটিশ চলে গেছে প্রায় ৭৫ বছর হলো,কিন্তু বাঙালি মুসলমান এই ধাক্কা আজও সামলাইতে পারে নি।সম্ভব হয়নি কেটে যাওয়া গাছটি জোড়া লাগা।ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং দীর্ঘদিন প্রভাব বজায় রাখার জন্য এটা একটা অনন্য অস্ত্র!

এই অস্ত্র হাত ছাড়া করাে মতো ব্যক্তি আমাদের জননী নন।তিনি একজন বিচক্ষণ রাজনীতিবীদ।প্রতিটি কথার যিনি রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন,তিনি এতবড় পাবলিক সেন্টিমেন্ট বুঝবেন না- তা কখনো হতে পারে❗
মেহরাবের ইতিহাস তিনি জানেন না,তা কিভাবে হয়?
মেহরাবের ক্ষমতা কি? তা তিনি প্রয়োগ করবেন না,তা কি হতে পারে!

৫৬০ টি মসজিদ,৫৬০ টি মেহরাব,৫৬০ টি সরকারি মোল্লা- একটা মাসআলা(সরকারি)!

চিন্তা করুন!

ইসলাম পন্থীরা আজীবন চেষ্টা করেও এতোটা ঐক্যে পৌঁছাতে পারবে কি না,প্রশ্নের বিষয়❓

THINK ABOUT IT

মুসলিম,
তুমি যতক্ষণ ভিক্ষুকের মত ভিক্ষা করবে
ততক্ষণ তুমি সহনীয়,
যখন তোমার অধিকারের জন্য সংগ্রাম করবে,
তখন তুমি জঙ্গি(তথাকথিত)❗

সরকারি মোল্লাদের কটাক্ষ করে “দরকারী মোল্লা” দের প্লাটফর্ম তৈরি করুর।ঐক্যের গান গাওয়া বন্ধ করুন,ঐক্যবদ্ধ হয়ে যান।সুর পাল্টান,স্বর তুলুন।মাঝে মাঝে হুংকার দিয়ে নেতিয়ে না পড়ে – ধীরে ধীরে স্বরকে উচু করুন।বিশৃঙ্খল নয়,শৃঙ্খল কর্মসূচী প্রনয়ন করে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে – তথাকথিত নয় প্রকৃত জঙ্গি(যোদ্ধা /মুজাহিদ) হয়ে উঠুন।

Sayeed Muhammad Sanower

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started